নির্ধারিত সময়ের দুই দিন আগে ঢাকায় পৌঁছেছে মেট্রোরেলের প্রথম কোচ সেট। বুধবার (২১ এপ্রিল) দুপুর ৩টার দিকে মোট ছয় কোচের মধ্যে প্রথম চালানে একটি কোচ সেট ঢাকায় এসে পৌঁছায়।
জানা যায়, গত ৩১ মার্চ বিকাল ৪টা ১৮ মিনিটে মেট্রোরেলের ছয়টি কোচ বহনকারী জাহাজ এসপিএম ব্যাংকক মোংলা বন্দরে পৌঁছায়।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল প্রথম চালানের কোচটি ঢাকার তুরাগ নদীর তীরে নবনির্মিত ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটিতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের দুই দিন আগেই এটি ঢাকায় পৌঁছায়।
গত ৪ মার্চ বাংলাদেশ সময় বিকাল ৩টার দিকে জাহাজটি জাপানের কোবে বন্দর থেকে মোংলা সমুদ্র বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে মেট্রোরেলের কোচ বহনকারী জাহাজ এসপিএম ব্যাংকক। পরবর্তীকালে ৩১ মার্চ বিকালে মোংলা বন্দরে এসে পৌঁছায়।