spot_img

১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১১৫ কোটি মার্কিন ডলার

অবশ্যই পরুন

বিশ্বজুড়ে চলছে মহামারি দ্বিতীয় ঢেউ। এরমধ্যেও প্রবাসী বাংলাদেশিরা পাঠাচ্ছেন রেমিট্যান্স। গত ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৫ কোটি ৩২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। যা গত বছরের পুরো এপ্রিলের মাসের চেয়ে বেশি। গত বছরের এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, চলতি মাসের ১৫ তারখ পর্যন্ত যে রেমিট্যান্স প্রবাসীরা পাঠিয়েছে তা রেকর্ড পরিমান। গত বছরের এপ্রিলের পুরো মাসের চেয়ে ৬ কোটি ৩ লাখ ডলার বেশি।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, সব সময় ঈদের আগে প্রবাসীরা দেশে বেশি অর্থ পাঠান। সামনে ঈদ-উল-ফিতর। ঈদ উপলক্ষে মাসের বাকি দিনগুলোতেও রেমিট্যান্স প্রবাহ বাড়বে। এ মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসবে।

সর্বশেষ সংবাদ

জিএসপি সুবিধা ফিরে পেতে চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক মুক্ত প্রবেশের সুবিধা (জিএসপি) ফিরে পেতে শ্রম অধিকার সংক্রান্ত দেশটির চাহিদা পূরণ করতে হবে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ