spot_img

নতুন পেসার নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের

অবশ্যই পরুন

আগামীকাল বুধবার থেকে পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথম টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। দেশ ছাড়ার আগে প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু চূড়ান্ত দল ঘোষণাতে বড্ড দেরি করল বিসিবি।

প্রথম টেস্টের জন্য আজ মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। অথচ ম্যাচ আগামীকাল। টেস্ট শুরুর আগের দিন হলো দল ঘোষণা, এমনটি শেষ কবে হয়েছে, তা গবেষণার বিষয়।

২১ জনের প্রাথমিক দল নিয়ে শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ। চূড়ান্ত স্কোয়াডে বাদ পড়েছেন ছয়জন। তারা হলেন- শহিদুল ইসলাম, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, নাঈম হাসান ও সৈয়দ খালেদ আহমেদ।

ঘোষিত স্কোয়াডে নতুন মুখ পেসার শরিফুল ইসলাম। সাদা পোশাকে অভিষেক হওয়ার প্রতীক্ষায় আছেন তিনি।

প্রথম টেস্টের বাংলাদেশ দল :
মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলী ও শরিফুল ইসলাম।

সর্বশেষ সংবাদ

সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয়: গণশিক্ষা উপদেষ্টা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা....

এই বিভাগের অন্যান্য সংবাদ