spot_img

দেশের ইতিহাসে একদিনে রেকর্ড ১১২ জনের মৃত্যু, শনাক্ত ৪২৭১, সুস্থ ৬৩৬৪ জন

অবশ্যই পরুন

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়ছে দেশ। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রেকর্ড ১১২ জন মারা গেছেন। ফলে মোট করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯৭ জনে।

সোমবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে আরও ৪ হাজার ২৭১ জনকে। এতে মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ২৩ হাজার ২২১ জনে।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ১৫২ টি।

২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৬ হাজার ৩৬৪ জন। ফলে দেশে করোনা থেকে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ২১ হাজার ৩০০ জনে।

সর্বশেষ সংবাদ

অভিবাসী তাড়াতে জরুরি অবস্থা জারি করবেন ট্রাম্প, মাঠে নামাবেন সেনাবাহিনী

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের গণহারে তাড়াতে দেশে জরুরি অবস্থা জারি এবং সেনাবাহিনী নামাতে নিজের প্রস্তুতির কথা জানিয়েছেন দেশটির নবনির্বাচিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ