spot_img

কাজটি কঠিন তবে প্রক্রিয়াটি এগুচ্ছে: রাশিয়া

অবশ্যই পরুন

রাশিয়া বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার কাজটি অনেক কঠিন তবে অসম্ভব নয়। এ নিয়ে একটি প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।

ভিয়েনাভিত্তিক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত রাশিয়ার স্থায়ী রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ একথা বলেছেন।

তিনি রোববার টুইটারে দেয়া এক পোস্টে বলেন, ভিয়েনা আলোচনার ওয়ার্কিং গ্রুপ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু ইস্যুগুলো নিয়ে গতকাল ও আজ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

উলিয়ানভ আরো বলেন, “তাদের কাজ সহজ নয় তবে প্রক্রিয়াটি এগিয়ে যাচ্ছে।”

এর একদিন আগে ইরানের প্রধান আলোচক আব্বাস আরাকচি বলেছিলেন, ওয়ার্কিং গ্রুপগুলোর দেয়া রিপোর্ট পর্যালোচনা করে দেখেছেন ভিয়েনা আলোচনায় অংশগ্রহণকারীরা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে একটি ভালো আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সবার মধ্যে এখন একটি অভিন্ন ভিত্তি তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সর্বশেষ সংবাদ

অভিবাসী তাড়াতে জরুরি অবস্থা জারি করবেন ট্রাম্প, মাঠে নামাবেন সেনাবাহিনী

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের গণহারে তাড়াতে দেশে জরুরি অবস্থা জারি এবং সেনাবাহিনী নামাতে নিজের প্রস্তুতির কথা জানিয়েছেন দেশটির নবনির্বাচিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ