পাঞ্জাবের ছুঁড়ে দেওয়া লক্ষ্যটা নেহায়েত ছোট ছিল না দিল্লির সামনে। সে ১৯৫ রানের লক্ষ্যটাই কিনা ঋষভ পান্তের দল টপকে গেল ১০ বল হাতে রেখে! দলের এমন কীর্তির কুশীলব শিখর ধাওয়ান। তার ঝড়ো ইনিংসেই চলতি আইপিএলে দ্বিতীয় জয়টা তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
টসে হেরে ব্যাট করতে নেমে পাঞ্জাব মায়াঙ্ক আগারওয়াল আর লোকেশ রাহুলের ব্যাটে ভর করে দারুণ শুরু পেয়েছিল। ১২২ রান তুলে ফেলেছিল মাত্র ১২ ওভারেই। এরপর ক্রিস গেইল-নিকলাস পুরানের ব্যর্থতায় কিছুটা ছন্দপতন ঘটে। তবে শেষে শাহরুখ খান আর দীপক হুদার ঝড়ে ১৯৫ রানের বড় লক্ষ্য দিল্লির সামনে ঝুলিয়ে দেয় পাঞ্জাব।
জবাবে শুরু থেকেই পাঞ্জাব বোলারদের ওপর চড়াও হন ধাওয়ান। ১৭ বলে ৩২ করে শুরুতে যোগ্য সঙ্গ দিয়েছেন পৃথ্বী শ। সে সঙ্গ পেয়েই কিনা, ধাওয়ান ৯২ রান তোলেন মাত্র ৪৯ বল খরচায়। তাতেই বড় লক্ষ্যটা মামুলি হয়ে যায় কোচ রিকি পন্টিংয়ের দলের সামনে। তিনি যখন আউট হচ্ছেন, দলের রান তখন ১৪.৫ ওভারে ১৫২। অধিনায়ক পান্ত, মার্কাস স্টয়নিস আর ললিত যাদব মিলে এরপরের কাজটা দারুণভাবেই সেরেছেন। স্টয়নিস করেছেন ১৩ বলে ২৭ আর যাদব ৬ বলে বার। তাতে দশ বল হাতে রেখেই দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে দিল্লি।