spot_img

নেইমারহীন শেষ ১৮ মিনিটে পাঁচ গোলের থ্রিলারে পিএসজির জয়

অবশ্যই পরুন

লাল কার্ড দেখে নেইমার নেই দুই ম্যাচের জন্য। তাতে কী, পিএসজিকে ব্রাজিলিয়ান তারকার অভাবটা বুঝতেই দিলেন না কিলিয়ান এমবাপে। তার জোড়া গোল আর শেষে মাউরো ইকার্দির লক্ষ্যভেদে সেঁত এতিয়েঁঁর বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর এক জয় পেয়েছে পিএসজি। তাতে ফিরে এসেছে লিগের লড়াইয়েও।

চলতি মৌসুমে পিএসজি নিজেদের মাঠেই যেন একটু বেশি নড়বড়ে। নিজেদের মাঠে শেষ তিন ম্যাচেই হার নিয়ে মাঠ ছেড়েছে দলটি। সংখ্যাটা চারে উন্নীত করার চোখরাঙানিই দিচ্ছিল সফরকারী সেঁত এতিয়েঁঁ। গোলশূন্য ৭৭ মিনিটের পর গোল করে বসে দলটি। বাঁ পাশ থেকে মিগুয়েল ত্রাওকোর ক্রস থেকে পিএসজির জালে বল জড়ান বোয়াঁগা।

জবাব দিতে অবশ্য খুব একটা অপেক্ষা করতে হয়নি পিএসজিকে। মাঝমাঠ থেকে আন্দার হ্যারেরার লম্বা বলটা প্রতিপক্ষ বিপদসীমায় পেয়ে যান এমবাপে। দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষ জালে বল জড়ান তিনি। আট মিনিট পর পেনাল্টি থেকে পিএসজিকে এগিয়েই দেন সেই এমবাপে। নিজে ফাউলের শিকার হয়েই আদায় করেন পেনাল্টিটি।

নাটক তখনই শেষ হয়ে যায়নি। মিনিট বারো আগে গোল করা দানি বোয়াঁগার শটটি ঠেকালেও ফিরতি চেষ্টায় রোমেইঁ হামুমার শট আর লক্ষ্যভ্রষ্ট থাকেনি, ২-২ সমতা ফেরায় সফরকারী সেঁত এতিয়েঁ। এরপর সময় যত গড়াচ্ছিল, পিএসজির পয়েন্ট খোয়ানোর শঙ্কাও মাথাচাড়া দিয়ে উঠছিল সমানতালে। তবে একেবারে শেষ মূহুর্তে কোচ মরিসিও পচেত্তিনোকে স্বস্তি এনে দেন স্বদেশি আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। আরেক আর্জেন্টাইন আনহেল দি মারিয়ার ক্রসে দারুণ এক হেডারে গোলটি করেন তিনি। ৩-২ জয় নিশ্চিত হয় পিএসজির।

এই জয়ের ফলে লিগের শীর্ষে থাকা লিলের হাতছোঁয়া দূরত্বে চলে এসেছে পিএসজি। ৩৩ ম্যাচ শেষে ২২ জয় ও তিন ড্রয়ে দলটির অর্জন ৬৯ পয়েন্ট। আর সমান ম্যাচ খেলে তাদের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে লিল, শুক্রবার রাতে মঁপেলিয়ের বিপক্ষে ড্র করেই পিএসজিকে কাছে আসার সুযোগ করে দিয়েছে দলটি।

সর্বশেষ সংবাদ

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ