বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের আগে সময় বেশি নেই আর। এরই মধ্যে সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এক সিরিজ বাদে অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ফিরেছেন দলে। ১৮ জনের এই দলে নতুন মুখ হিসেবে ঢুকেছেন বাঁহাতি স্পিনার প্রভিন জয়াবিক্রমা।
চোটের কারণে এ সিরিজে নেই লাসিথ এম্বুদেনিয়া, তার জায়গাতেই দলে ঢুকেছেন প্রভিন। তবে এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন ম্যাথিউজ, তার সঙ্গে ফিরেছেন লাহিরু কুমারাও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বশেষ সিরিজে ম্যাথিউজ ছিলেন না পারিবারিক কারণে, আর কুমারা খেলেননি করোনায় আক্রান্ত হয়ে।
তবে এই সিরিজেও একজনকে পারিবারিক কারণে হারাচ্ছে লঙ্কানরা। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দুশমন্থ চামিরা। প্রথম টেস্টে ২১ এপ্রিল মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ২৯ এপ্রিল। দুটো ম্যাচেই ভেন্যু পাল্লেকেলে।
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), দাসুন শানাকা, পাথুম নিশাঙ্কা, ওসাদা ফার্নান্দো, লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, নিরোশান ডিকভেলা, রোশান সিলভা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, বিশ্ব ফার্নান্দো, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো, দিলশান মধুশাঙ্কা, প্রভিন জয়াবিক্রমা।