spot_img

টুথপেস্ট ব্যবহার করলে কি রোজার ক্ষতি হবে?

অবশ্যই পরুন

প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিমদের ওপর রোজা রাখা ফরজ। তবে সুস্থ মস্তিষ্কসম্পন্ন, মুকিম (মুসাফির নয়) ও সুস্থদেহী হতে হবে। রোজা রাখার ক্ষেত্রে স্বাভাবিভাবেই বেশকিছু বিধিনিষেধ রয়েছে।

রোজাদার ও পাঠকদের জন্য রোজার কিছু গুরুত্বপূর্ণ মাসআলা বর্ণনা করা হলো-

টুথপেস্ট ও মাজন ব্যবহার
রোজা অবস্থায় টুথপেস্ট, টুথ পাউডার, মাজন বা কয়লা দিয়ে দাঁত মাজা মাকরুহ। রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। কোনো ব্যক্তি যদি হাঁপানি অথবা অ্যাজমার কারণে ইনহেলার ব্যবহার করতে বাধ্য হয়, তাহলে রোজা ভাঙার অনুমতি আছে। তবে ওই রোজা পরে কাজা করতে হবে। (ফাতাওয়ায়ে শামি : ২/৩৯৫)

► রোজার কথা স্মরণ থাকা অবস্থায় কুলি করার সময় যদি পানি গলার ভেতর চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। এতে শুধু কাজা ওয়াজিব হবে। কাফফারা ওয়াজিব হবে না। (দুররে মুখতার : ১/১৫০)

রোজা রেখে অন্যান্য…
► কোনো কারণে রোজা ভেঙে গেলেও দিনের বেলায় পানাহার করা যাবে না। সারা দিন রোজাদারের মতো থাকা ওয়াজিব। (হিদায়া : ১/১৮৫)

► কানে তেল বা ওষুধ প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। এতে শুধু কাজা ওয়াজিব হবে। কাফফারা ওয়াজিব হবে না। তবে গোসল করার সময় যদি অনিচ্ছাকৃতভাবে কানে পানি প্রবেশ করে, তাহলে রোজা ভাঙবে না। (রদ্দুল মুহতার : ২/৩৯৬)

► পায়খানার রাস্তায় সাপোজিটরি ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। এতে শুধু কাজা ওয়াজিব হবে। কাফফারা ওয়াজিব হবে না। (ফাতাওয়ায়ে হিন্দিয়া : ১/২০৪)

► ভুলক্রমে পানাহার করলে রোজা ভাঙবে না। (বুখারি : ১৯৩৩)

► রোজা অবস্থায় চোখে সুরমা বা শরীরে তেল, আতর ইত্যাদি ব্যবহার সম্পূর্ণ জায়েজ। এতে রোজার কোনো ক্ষতি হয় না। এমনকি যদি সুরমা ব্যবহারের পর থুথু কিংবা শ্লেষ্মায় রং পরিলক্ষিত হয়, তবু রোজার কোনো ক্ষতি হবে না। (ফাতহুল কাদির : ৪/৩২৭)

সর্বশেষ সংবাদ

মোহামেডানকে ধরাশায়ী করে বাংলাদেশ চ্যালেঞ্জ কাপের শিরোপা বসুন্ধরা কিংসের

আজকের সমীকরণটা এমন ছিলো, যে দল জিতবে তারাই মৌসুমের প্রথম ট্রফি জিতবে। এমন সমীকরণে খেলতে নেমে পিছিয়ে থেকেও বাজিমাত...

এই বিভাগের অন্যান্য সংবাদ