spot_img

দক্ষিণ আমেরিকান সুপার কাপেও চ্যাম্পিয়ন জাস্তিসিয়া

অবশ্যই পরুন

ছয় বছর আগে প্রথম সারির ফুটবলে পথচলা শুরু হয়েছিল আর্জেন্টিনার দেফেন্সা ইয়া জাস্তিসিয়ার। এ সময়ের মধ্যে দলটি পেয়েছে কোপা সুদামেরিকানা কাপ। এবার সেই ক্লাবটিই ঘরে তুলল দক্ষিণ আমেরিকার সুপার কাপও।

প্রতি মৌসুমের কোপা লিবের্তাদোরেস ও কোপা সুদামেরিকানা চ্যাম্পিয়নের মধ্যে দুই লেগের এই শিরোপা লড়াই হয়ে থাকে। তাতেই কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়ন ব্রাজিলের পালমেইরাসকে বৃহস্পতিবার টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় জাস্তিসিয়া।

প্রথম লেগের মতোই বৃহস্পতিবার জাস্তিসিয়া ফিরতি পর্বেও প্রথমে গোল খেয়ে বসে, ২২তম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন রাফায়েল ভেইগা। তবে ব্রায়ান রোমেরোর গোলে ম্যাচে সমতা টানে সফরকারীরা। এদিকে ম্যাচের ৬০তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় পালমেইরাস। প্রতিপক্ষে এক জন কম থাকার সুযোগ কাজে লাগিয়ে যোগ করা সময়ে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৩-৩ করেন মার্সেলো বেনিতেস।

ম্যাচের নির্ধারিত সময় পর অতিরিক্ত আরও ৩০ মিনিট খেলা চলে। কিন্তু সে সময়ে কোন দলই গোল করতে পারেনি। যে কারণে ম্যাচের ফল নির্ধারণের জন্য ম্যাচ অফিসিয়ালরা বেছে নেয় টাইব্রেকার। সে পরীক্ষায় পাস করে আর্জেন্টিনার ক্লাবটি। এরপরই তারা মেতে ওঠে ট্রফি উল্লাসে।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ