বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুই দফায় জ্বর এসেছিল বলে জানিয়েছেন মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. এফ এম সিদ্দিকী।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে চার সদস্যের মেডিক্যাল টিম বেগম জিয়াকে দেখতে যান।
পরে তিনি প্রেস বিফিংয়ে বলেন, বৃহস্পতিবার রাতে ওনার জ্বর উঠেছিলো। তাপমাত্রা একশ ডিগ্রির মতো ছিলো। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালেও ওনার একবারের মতো একটু জ্বর উঠেছে। হানড্রেড টাচ করেছে। তবে চেষ্ট ভালো আছে।
ডা. এফ এম সিদ্দিকী বলেন, কোভিডের পরিভাষায় দ্বিতীয় সপ্তাহে পড়ছে। আমি আগেও বলেছি। প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে পার্থক্য আছে। কোভিডের যত সাবধানতা সেটি দ্বিতীয় সপ্তাহে নিতে হয়। সেজন্য আমরা আরেকটু…। ওনার সবগুলো রিপোর্ট করানো হয়েছে। শুধু সিটিস্ক্যান হচ্ছিলো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যেকোনো সময়ে ওনার সিটি স্ক্যান করিয়ে ফেলবো। সবদিক দিয়ে মোটামুটি ভালো আছে। তাকে বাসায় রাখা হবে না কি হাসপাতালে নেওয়া হবে তা নির্ভর করছে সিটি স্ক্যানের রিপোর্টের ওপর।
তিনি বলেন, সেদিন আমার ম্যাডামকে দেখে যাওয়ার পর গত দুদিন আমরা রিপোর্ট করেছি। শনিবার যে রিপোর্ট তার সাথে আমরা গত দুদিনের রিপোর্ট ম্যাচ করিয়েছি। ম্যাডামের ফিজিক্যাল কন্ডিশন যেটা ওনার পালস, ব্লাড পেশার এগুলো আলহামদুলিল্লাহ, শ্যাচুরেশন সব ঠিক আছে।
চিকিৎকসক বলেন, গত তিন দিনে আমরা নতুন সংযোজন করেছিলাম যেটা হচ্ছে ম্যাডাম যখন শ্যাচুরেশন দেখতেন, তা রেস্টিং দেখতেন বসা অবস্থায়। রক্তের রিপোর্টগুলোও ভালো আছে বলে।