পাকিস্তান উগ্রপন্থি আচরণের দায়ে একটি ধর্মীয় রাজনৈতিক দল নিষিদ্ধ করতে যাচ্ছে। দেশটিতে আন্দোলনের নামে দুই পুলিশ সদস্যকে হত্যা, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা এবং জনসাধারণের জানমালের ক্ষতি করার অভিযোগে তেহরিক-ই লাব্বাইক পাকিস্তান (টিএলপি) নামে ওই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করতে যাচ্ছে পাকিস্তান সরকার। খবর আরব নিউজের।
সরকারের পক্ষ থেকে বুধবার (১৪ এপ্রিল) ফেডারেল মন্ত্রিসভায় দলটিকে নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন করা হয়েছে। টিএলপিপ্রধান সাদ রিজভিকে গ্রেফতারের প্রতিবাদে গত সোমবার পাকিস্তানের বিভিন্ন শহরে তাণ্ডব চালান ধর্মীয় দলটির নেতাকর্মীরা।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, টিএলপির সন্ত্রাসী হামলায় এ দিন দুজন পুলিশ নিহত এবং আইনশৃঙ্খলা বাহিনীর আরও ৩৪০ সদস্য গুরুতর আহত হয়েছেন।
তিনি বলেন, দেশে অরাজকতা পরিস্থিতি সৃষ্টির দায়ে আমরা এ ধর্মীয় দলটির নিষিদ্ধের আবেদন করেছি কেন্দ্রীয় মন্ত্রিসভায়। আশা করি মন্ত্রিসভায় এ প্রস্তাবটি পাস হবে।