spot_img

এবার পহেলা বৈশাখে হবে না মঙ্গল শোভাযাত্রা

অবশ্যই পরুন

দেশের করোনাভাইরাস পরিস্থিতির কারণে পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে না। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি জানানো হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ এক সভায় জানানো হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সীমিত পরিসরে উদযাপন করা হবে বাংলা নববর্ষ-১৪২৮। চারুকলা অনুষদ চত্বরে সীমিত পরিসরে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হবে। যাতে অংশ নিবেন ১০০ জন।

কিন্তু দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ১৪ এপ্রিল থেকে লকডাউন দিয়েছে সরকার। ফলে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয়।

সোমবার দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতি এবং লকডাউন বিবেচনা করে পহেলা বৈশাখ ১৪২৮ বুধবার বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে কোনো মঙ্গল শোভাযাত্রা করা হবে না। তবে প্রতীকী কর্মসূচি হিসেবে চারুকলা অনুষদের শিল্পীদের তৈরি মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন মুখোশ ও প্রতীক ইলেকট্রনিক মিডিয়ায় প্রদর্শন ও সম্প্রচারের উদ্যোগ নেয়া হবে।

এতে আরও বলা হয়, বাংলা নববর্ষ উপলক্ষে এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণজমায়েত করা যাবে না। মহামারি উদ্ভূত পরিস্থিতি উত্তরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবার সদয় সহযোগিতা কামনা করেছে।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ