spot_img

ভারতে ২৪ ঘণ্টায় দেড় লাখেরও বেশি নতুন রোগী শনাক্ত

অবশ্যই পরুন

ভারতে প্রতিদিনই ভাঙ্গছে সংক্রমণের রেকর্ড। ২৪ ঘণ্টায় ১ লাখ ৫৩ হাজারের মতো মানুষের দেহে শনাক্ত হলো করোনাভাইরাস।

একদিনে মৃত্যুবরণ করেছেন ৮৩৮ জন, সংখ্যাটি অক্টোবরের পর সর্বোচ্চ। বিস্তারের দিক থেকে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে মহারাষ্ট্র।

গেলো ক’দিন ধরেই, রাজ্যটিতে ৫৫ হাজারের ওপর দৈনিক সংক্রমণ শনাক্ত হচ্ছে। তাই উদ্ভব ঠাকরে সরকার নিয়েছে ১৫ দিনের কঠোর লকডাউন দেয়ার সিদ্ধান্ত।

দেশব্যাপী টিকাদান কর্মসূচি চললেও, রাজধানী নয়াদিল্লিতে বৃদ্ধি করা হলো করোনা বিধিমালা। রাত্রিকালীন কারফিউ জারির পাশাপাশি, জনসমাগমে আনা হয়েছে নিষেধাজ্ঞা। বন্ধ রয়েছে স্কুল-কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন ১ লাখ ৭০ হাজারের কাছাকাছি মানুষ। এখন পর্যন্ত সংক্রমিত ব্যক্তির সংখ্যা এক কোটি ৩৩ লাখের ওপর।

সর্বশেষ সংবাদ

বর্তমান সরকারের বেশিরভাগ কাজই ইতিবাচক: টিআইবির নির্বাহী পরিচালক

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি মেনে নিতে না পারা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক এবং কূটনৈতিক পরাজয় বলে মন্তব্য করেন টিআইবির...

এই বিভাগের অন্যান্য সংবাদ