spot_img

জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ দল

অবশ্যই পরুন

টেস্ট মর্যাদা পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দল দ্বি-পাক্ষিক সফরসূচিতে পূর্নাঙ্গ সিরিজ প্রথম খেলেছে জিম্বাবুয়ের মাটিতে ২০০১ সালে। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আর্থিক টানাপোড়েনে পড়ায় ২০১৩ সালের পর বাংলাদেশ ক্রিকেট দলকে দিতে পারেনি আতিথ্য।

৮ বছর পর অপেক্ষার পর এ বছরের জুন-জুলাইয়ে পূর্নাঙ্গ সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলকে আতিথ্য দিতে প্রস্তুত তারা। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী জিম্বাবুয়ে সফরে আগামী জুন-জুলাই মাসে ২ টেস্ট,৩ ওয়ানডে এবং ৩ টি-২০ ম্যাচের সিরিজ খেলার কথা বাংলাদেশ দলের।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায় জিম্বাবুয়ের সাথে টেস্ট সিরিজ খেলা বাধ্যতামূলক নয় বাংলাদেশ দলের। তবে গত ৬ বছরে তিনটি সিরিজে বাংলাদেশের মাটিতে ৬টি টেস্ট জিম্বাবুয়ে খেলায় সফর বিনিময় চুক্তিতে বাংলাদেশকে এবার জিম্বাবুয়ের মাটিতে খেলতে হবে ২ টেস্ট।

আইসিসি ওয়ানডে সুপার লিগের বাধ্যতামূলক শর্তে অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে ৩ ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে হবে বাংলাদেশ দলকে। এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে আইসিসি টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ে সফরে ৩ ম্যাচের টি-২০ সিরিজ ও খেলতে হচ্ছে বাংলাদেশ দলকে।করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীর মধ্যেও আইসিসির এফটিপি অনুযায়ী জিম্বাবুয়ে সফর করতে হবে বলে জানিয়েছেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন।

জিম্বাবুয়ের সফরসূচি চূড়ান্ত হলে তা গণমাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি-‘এফটিপির এখন পর্যন্ত যে কমিটমেন্টগুলো আছে সবগুলোই যেভাবে আছে সেভাবেই এখন পর্যন্ত চলছে। জিম্বাবুয়ের যে সূচিটা সেটা চূড়ান্ত হলে আপনারা পেয়ে যাবেন।এটা সম্ভবত এশিয়া কাপের পরপরই যাওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত সেভাবেই করা আছে।’

সর্বশেষ সংবাদ

আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে শিবিরের ৭ নেতাকর্মীর অভিযোগ

গুম, পঙ্গু করে দেয়া ও হত্যাচেষ্টার অভিযোগে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্রশিবিরের ৭ জন নেতাকর্মী। রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ