spot_img

পাথরবোঝাই ট্রাকে ২ কোটি টাকার হেরোইন পাচারের চেষ্টা

অবশ্যই পরুন

দেশের সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে পাথরবোঝাই করা ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে আনা হতো ঢাকায়। পরে ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করা হতো।

এ অভিযোগে বৃহস্পতিবার (৮ এপ্রিল) ধামরাই এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে ২ কোটি টাকার হেরোইনসহ আটক করেছে র‌্যাব-৪। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। আটকরা হলেন- রাজশাহীর শ্রী উত্তম কুমার এক্কার (২৭) ও শ্রী কংশ এক্কার (২৬)।

শুক্রবার (৯ এপ্রিল) র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানাধীন ডাউটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে ২ কোটি টাকা মূল্যমানের ১ কেজি ৯৫৮ গ্রাম হেরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

জিয়াউর রহমান চৌধুরী আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে পাথরবোঝাই ট্রাকে বিশেষ কৌশলে ঝালাই করা গোপন চেম্বারের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য হেরোইন রাজধানীতে নিয়ে আসত। পরে রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করত তারা।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ