হেফাজত নেতা মাওলানা মোঃ রফিকুল ইসলাম মাদানী উরফে শিশুবক্তাকে গাজীপুরে গাছা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় গাজীপুর আদালতে হাজির করা হয়েছে। আদালত আাসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে পুলিশ তাৎক্ষণিকভাবে শিশুবক্তাকে কারাগারে নিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে তাকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামের আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তায় তাকে আদালতে আনা হয়।
প্রসঙ্গত মঙ্গলবার রাতে নেত্রকোনার গ্রামের বাড়ি থেকে র্যাব তাকে আটক করে। আটকের পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা হয়। মামলার পর র্যাব আসামীকে পুলিশে হস্তান্তর করলে আজ পুলিশ তাকে আদালতে হাজির করে।