spot_img

ক্লাবে মেসিকে সতীর্থ হিসেবে পেলে ভালো হবে: ডি মারিয়া

অবশ্যই পরুন

অনেক দিন ধরেই জাতীয় দলে একসঙ্গে খেলছেন লিওনেল মেসি ও অ্যাঙ্গেল ডি মারিয়া। স্বাভাবিকভাবে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। সেই সূত্র ধরেই এবার ডি মারিয়া স্বপ্ন দেখেন একদিন ক্লাব পর্যায়ে মেসির সঙ্গে খেলবেন।

গত মৌসুম শেষে বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও থেকে যান ন্যু-ক্যাম্পে। তবে এবার এ তারকা কি করবেন তা এখন পুরিস্কার নয়। তাই আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়ানোর ইচ্ছার কথা প্রকাশ্যেই জানিয়েছে পিএসজি। এমনকি তার প্যারিসে যাওয়ার সম্ভাবনা নিয়ে এর আগে করা ডি মারিয়ার মন্তব্যের সূত্র ধরে ক্ষোভ প্রকাশ করেছিলেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান।

সম্প্রতি বিন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, ক্লাবে মেসিকে সতীর্থ হিসেবে পেলে খুশি হবেন তিনি, ‘আমার পুরো ক্যারিয়ারে যা যা দেখেছি, তাতে আমার মনে হয়, লিও যেন অন্য গ্রহের ফুটবলার। তাকে (ক্লাব পর্যায়ে) সতীর্থ হিসেবে পেলে দুর্দান্ত হবে। কিন্তু সে এখনও বার্সেলোনার খেলোয়াড়, সেখানে তার চুক্তি আছে। এরপর আমরা দেখব।’

নিয়মিতই মেসির সঙ্গে যোগাযোগ হয় ডি মারিয়ার। এ ব্যাপারে তিনি বলেন, ‘মেসির তার সঙ্গে অনেক কথা বলি। তাকে সবসময় বলি, জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ও তার পরিবারের সুখে থাকা।’

সর্বশেষ সংবাদ

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ