spot_img

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের আপিল শুনানি শুরু

অবশ্যই পরুন

দুর্নীতির অভিযোগে সাজার বিরুদ্ধে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের আপিল শুনানি শুরু হলো।

সোমবার সকালে পুত্রজায়ার আপিল আদালতে হাজির হন রাজাক। ৬৭ বছর বয়সী এই রাজনীতিকের বিরুদ্ধে অভিযোগ, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে সাড়ে ৪শ’ কোটি ডলার আত্মসাৎ করেছেন। যা বিশ্বজুড়ে ‘ওয়ান এম ডিবি’ কেলেঙ্কারি নামে পরিচিত।

২০১৮ সালে নির্বাচনে পরাজয়ের পরই নাজিব রাজাকের বিরুদ্ধে অন্তত ৪২টি মামলা দায়ের করে সরকার। গেলো বছর বিশ্বাসভঙ্গ-ক্ষমতার অপব্যবহার এবং অর্থ জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ড দেন আদালত। সাথে ছিলো ৫ কোটি ডলার অর্থদণ্ড। কিন্তু নাজিবের আপিলের প্রেক্ষিতে সেই সাজা স্থগিত রেখেছেন আদালত। ১২ এপ্রিল পর্যন্ত চলবে আপিল শুনানি।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ