spot_img

আমিরাতে প্রথম হিন্দু মন্দিরের নির্মাণ শেষ হবে ২০২৩ সালে

অবশ্যই পরুন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নির্মিত হতে যাওয়া প্রথম হিন্দু মন্দিরের নির্মাণ কাজ ২০২৩ সালে সমাপ্ত হবে। শুক্রবার মন্দির নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে খবর জানায় ভারতীয় সংবাদমাধ্যম।

এতে বলা হয়, এই মাসের শেষেই মন্দিরটির ভিত্তি স্থাপনের কাজ শেষ হবে। ৪৫ কোটি আমিরাতি দিরহাম (বাংলাদেশী এক হাজার ৩৫ কোটি ৬৪ লাখ ১৪ হাজার ৫১১ টাকা) ব্যয়ে মন্দিরটি নির্মিত হচ্ছে।

গুজরাটের বছাসান গ্রামের অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার (বিএপিএস) তত্ত্বাবধানে আবুধাবীর আবু মুরাইখা অঞ্চলে ২৭ একর ভূমির ওপর মন্দিরটি নির্মিত হচ্ছে।

মন্দির নির্মাণের সাথে যুক্ত প্রকল্প ইঞ্জিনিয়ার অশোক কনদেত্তি জানান, আমিরাতের সাত রাজ্যের প্রতীকস্বরূপ মন্দিরে সাতটি উঁচু টাওয়ার স্থাপন করা হবে। মন্দিরের এই স্থাপনায় ভারত ও আরববিশ্বের ঐতিহ্যের সংমিশ্রণ করা হয়েছে।

এর আগে ২০১৫ সালে আমিরাতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দিনের সফরে দেশটির সরকার এই মন্দির তৈরির ঘোষণা দেয়। ২০১৮ সালে মোদির পুনরায় সফরের সময় তিনি ওই মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপণ করেন।

সূত্র : সিয়াসত ডেইলি

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ