spot_img

দেশে একদিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত ৬৪৬৯, মৃত্যু বেড়ে ৫৯, সুস্থ ২৫৩৯ জন

অবশ্যই পরুন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৬৯ জনের শরীরে। এটিই একদিনে সর্বাধিক শনাক্তের ঘটনা। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ১৭ হাজার ৭৬৪।

অন্যদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ১০৫।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ২২ দশমিক ৯৪ শতাংশ ও মৃত্যুহার ছিল ১ দশমিক ৪৮ শতাংশ। গতকাল বুধবারও সংক্রমণের হার ছিল ১৯ দশমিক ৯০।

সেখানে বলা হয়, ২২৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ১৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৯৮ হাজার ৭৭৪টি।

এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৫৩৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে সে বছরের ১৮ মার্চ।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

  • মোট শনাক্ত:  ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জন
  • মারা গেছেন: ৯ হাজার ১০৫ জন
  • মোট সুস্থ: ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন
  • মোট নমুনা পরীক্ষা: ৪৬ লাখ ৯৮ হাজার ৭৭৪টি

সর্বশেষ সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ভুয়া নারী চিকিৎসক আটক

ঢাকা মেডিকেল থেকে পাপিয়া আক্তার স্বর্ণা নামে এক ভুয়া নারী চিকিৎসকে আটক করেছে আনসার সদস্যরা। রোববার (১৭ নভেম্বর) সকালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ