spot_img

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বাপ্পি লাহিড়ী

অবশ্যই পরুন

ভারতের প্রখ্যাত গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ী করোনায় আক্রান্ত হয়েছেন। তার বয়স বিবেচনায় করোনাভাইরাসে সংক্রমিত হওয়া ঝুঁকিপূর্ণ। এজন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের কাছে বাপ্পি লাহিড়ীর মেয়ে রিমা লাহিড়ী জানিয়েছেন, মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

রিমা লাহিড়ী আরো জানান, সব ধরণের স্বাস্থ্যবিধি মেনেও করোনায় আক্রান্ত হয়েছেন বাপ্পি লাহিড়ী। করোনার উপসর্গ দেখা দেয়ার পর পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট পজিটিভ আসার পর বয়স বিবেচনা করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত কিছু দিনে বাপ্পি লাহিড়ীর সংস্পর্শে যারা এসেছেন, তাদেরকেও করোনা পরীক্ষা করতে এবং সচেতন থাকতে অনুরোধ করেছেন তার পরিবার।

প্রসঙ্গত, ৬৮ বছর বয়সী বাপ্পি লাহিড়ী ভারতের অন্যতম সফল ও খ্যাতিমান সঙ্গীতশিল্পী। আশি ও নব্বই দশকে তিনি বাংলা ও হিন্দি সিনেমায় তুমুল সাফল্যের সঙ্গে গান করেছেন। গানের পাশাপাশি তিনি রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন।

সর্বশেষ সংবাদ

সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয়: গণশিক্ষা উপদেষ্টা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা....

এই বিভাগের অন্যান্য সংবাদ