spot_img

সাতক্ষীরায় দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

অবশ্যই পরুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় যৌন নির্যাতনের বিচার না পেয়ে দুই সন্তানকে হত্যার পর এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে উপজেলার লাঙলঝাড়া গ্রাম থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- লাঙলঝাড়া গ্রামের ট্রাক চালক শিমুল হোসেনর স্ত্রী মাহফুজা খাতুন (৩৫) ও তার দুই সন্তান মাহফুজ (৯) ও মোহনা (৫)।

শিমুলের পিতা আব্দার আলী জানান, লাঙলঝাড়া গ্রামের মাহফুজা খাতুনের শ্লীলতাহানির চেষ্টা করে স্থানীয় যুবক হৃদয় হোসেন। ঘটনায় তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামকে জানান। কিন্তু নুরুল ইসলাম এ বিষয়টি নিষ্পত্তি করতে গড়িমসি করতে থাকেন। সামনে ইউপি নির্বাচনের দোহাই দিয়ে সময়ক্ষেপণ করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন মাহফুজা খাতুন। এরই একপর্যায়ে দুই শিশুসন্তানকে হত্যার পর মাহফুজা খাতুন আত্মহত্যা করেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করা হবে৷

সর্বশেষ সংবাদ

‘নেইমারকে চাই না, আমাদের ক্লাব কোনো হাসপাতাল নয়’

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি-তে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। ২০২৩ সালে ক্লাবটি যখন ছাড়েন, তখন ভিন্ন ভিন্ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ