spot_img

ইউরোপ ও ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

অবশ্যই পরুন

করোনাভাইরাস পরিস্থিতি অবনতির ফলে বাংলাদেশ সরকার সমগ্র ইউরোপ ও ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

যে ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হলো- আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক এবং উরুগুয়ে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) চেয়ারম্যান মফিদুর রহমান জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা ৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

তিনি বলেন, “কোভিড-১৯ এর সংক্রমণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা বজায় রেখে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে”।

যেসব দেশ থেকে বাংলাদেশে আসার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই সেসব দেশের যাত্রীদেরও প্রত্যেকের করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। বিমানে ওঠার ৭২ ঘন্টার ভেতর কোভিড-১৯ শনাক্তের পরীক্ষা সম্পন্ন করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বিমানবন্দরে কোভিড -১৯ এ আক্রান্তের কোন লক্ষণ শনাক্ত না হয়ে থাকলে,বিদেশ থেকে আগত যাত্রীরা ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকবেন বলে নির্দেশনায় বলা হয়। তবে যদি কোন লক্ষণ দেখা যায়, তাহলে নিজ খরচে সরকার নির্ধারিতস্থানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে কেউ যদি কোভিড-১৯ সার্টিফিকেট না নিয়ে আসে তাহলে ৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে নিজ খরচে পরীক্ষার পর ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ৩৫৮ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ১১ হাজার ২৯৫ এ।

এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও সপ্তাহজুড়ে ওঠানামা করছে। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ২৬ আগস্টের পর এটিই সর্বোচ্চ মৃত্যু সংখ্যা। এ নিয়ে গত ১ বছরে কোভিডজনিত কারণে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৪৬।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ১৯ দশমিক ৯০ শতাংশ ও মৃত্যুহার ছিল ১ দশমিক ৪৮ শতাংশ।

সর্বশেষ সংবাদ

আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে শিবিরের ৭ নেতাকর্মীর অভিযোগ

গুম, পঙ্গু করে দেয়া ও হত্যাচেষ্টার অভিযোগে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্রশিবিরের ৭ জন নেতাকর্মী। রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ