চলতি একাদশ সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১১টায় এ অধিবেশন শুরু হবে।
সংসদ সচিবালয়ের সূত্র জানিয়েছে, এবারের অধিবেশন চলবে মাত্র তিন কার্যদিবস। এর আগে করোনাকালে পরিচালিত অন্য অধিবেশনগুলোর মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে সংসদের অধিবেশন বসবে। এ ক্ষেত্রে করোনা নেগেটিভ সংসদ সদস্যরাই কেবল অধিবেশনে যোগ দিতে পারবেন।
অন্য অধিবেশনগুলোর মতো এবারও সংসদ সদস্যরা রুটিন ভিত্তিতে বৈঠকে যোগ দেবেন। সংসদ সচিবালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, শোক প্রস্তাব গ্রহণের পরপরই আজকের বৈঠক মুলতবি করা হবে। রেওয়াজ অনুযায়ী চলমান সংসদের কোনো সদস্য মারা গেলে শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে সংসদের বৈঠক মুলতবির রেওয়াজ রয়েছে। চলতি সংসদের সদস্য সিলেট-৩ আসনের মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস গত ১১ মার্চ মারা যান।
দিনের কার্যসূচিতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়ার পরপরই শোক প্রস্তাব গ্রহণ করা হবে। এ ছাড়াও দিনের কার্যসূচিতে বাণিজ্য, খাদ্য, প্রবাসী, ত্রাণ মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর রয়েছে। পাশাপাশি ৭১ বিধিতে মনোযোগ আকর্ষণের নোটিশ এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন উত্থাপনের কথা বলা হয়েছে।
অধিবেশন বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম জানান, সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন হচ্ছে। করোনা পরিস্থিতি বিবেচনা করে সার্বিক প্রস্তুতি ও স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতি, শনি ও রোববার তিন দিন অধিবেশন চলবে। গত ১৫ মার্চ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন।
সংসদে উঠছে ৯টি বিল : বৃহস্পতিবার শুরু হওয়া সংসদ অধিবেশনে ৯টি বিল উত্থাপনের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া একটি বিল কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। অবশ্য অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কারণে এর মধ্যে কয়েকটি বাদও রাখা হতে পারে।
যে বিলগুলো উত্থাপনের কথা রয়েছে সেগুলো হলো, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল ২০২১, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (সংশোধন) বিল ২০২১, ব্যাংকারবহি সাক্ষ্য বিল ২০২১, বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালন) বিল ২০২১, মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল ২০২১, শিশু দিবাযত্ন কেন্দ্র বিল ২০২১, মেডিকেল ডিগ্রি (রিপিল) বিল ২০২১, মেডিকেল কলেজ (গভর্নিং বডিস) (রিপিল) বিল ২০২১, এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল ২০২১।
এ ছাড়া কমিটিতে পরীক্ষাধীন আছে আয়োডিন লবণ বিল ২০২১।