নারী কেলেঙ্কারীর ঘটনায় জড়িত দুই মন্ত্রীর ক্ষমতা হ্রাস করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
সম্প্রতি দেশটির পার্লামেন্টের অভ্যন্তরে ধর্ষণ থেকে শুরু করে নারীদের অসম্মানসহ নানা অভিযোগ ওঠায় গত কয়েক সপ্তাহ ধরেই চাপ বাড়ছিল অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর উপরে। অবশেষে নিজের মন্ত্রিসভার স্বচ্ছ ভাবমূর্তি ফেরাতে দুই মন্ত্রীর ক্ষমতা কমালেন।
জানা গেছে, এই সিদ্ধান্তে পদাবনতি হয়েছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডস এবং আইন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ক্রিশ্চিয়ান পোর্টারের।
উল্লেখ্য, লিন্ডার বিরুদ্ধে তারই দফতরে হওয়া একটি ধর্ষণের মামলার তদন্তে গাফিলতির অভিযোগ ছিল। অভিযুক্ত ছিল তার কর্মী। কিন্তু ভিকটিমকে লিন্ডা ‘মিথ্যাবাদী গরু’ বলেছিলেন। বিষয়টি জানাজানি হতেই দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে।
সূত্র: আল জাজিরা