করোনার বিস্তাররোধে মহারাষ্ট্রে জারি হলো রাত্রিকালীন কারফিউ। সন্ধ্যা ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত কার্যকর থাকবে এই কড়াকড়ি।
এ সময়সীমার মধ্যে জনসম্মুখে পাঁচজনের বেশি মানুষ সমবেত হতে পারবেন না। পার্ক, সমুদ্রতটে যাওয়ার ব্যাপারে রয়েছে নিষেধাজ্ঞা। নীতিমালা লঙ্ঘন করলে ভোগ করতে হবে অর্থদণ্ড।
মহারাষ্ট্র প্রশাসন জানিয়েছে, বস্তি এলাকাগুলো নয় বরং আবাসিক লোকালয়ে এবার সংক্রমণের হার বেশি। এ কারণে হোটেল-পানশালা ও শপিংমলগুলোকে রাখা হয়েছে কারফিউ’র আওতায়।
গেলো ক’দিন ধরেই দৈনিক গড়ে ৬০ হাজারের মতো মানুষের দেহে শনাক্ত হচ্ছে করোনাভাইরাস। সবচেয়ে বেশি বিস্তার ঘটেছে মহারাষ্ট্রে; যার কেন্দ্রস্থল বাণিজ্যিক রাজধানী মুম্বাই।