বাংলাদেশ ক্রিকেটের তারকা ব্যাটসম্যান আশরাফুল দ্বিতীয় দফায় জাতীয় দলে ফিরতে মরিয়া। কিন্তু এই ফেরার পথ রূদ্ধ করে রেখেন তার বর্তমান ফর্ম। বারবার চেষ্টার পরও ব্যার্থ হচ্ছেন তিনি। এরমধ্যে আজ তিনি শোনলেন করোনা সংক্রমণের খবর।
অথচ সোমবারই জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হওয়ার কথা রাজশাহী ও বরিশাল বিভাগের। এই ম্যাচের আগেই দুঃসংবাদ পেয়েছে বরিশাল। শনিবার পরীক্ষায় পজিটিভ আসে তার।
রোববার আশরাফুল নিজেই খবরটি নিশ্চিত করেন। তাই পরীক্ষার ফল নিয়ে কিছুটা সংশয় থাকায় আজ আবার পরীক্ষা করিয়েছেন তিনি। এই পরীক্ষায় নেগেটিভ আসলে কাল দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলতে পারবেন তিনি। অবশ্য আশরাফুলের ধারণা, তার করোনা হয়নি। কারণ তিনি কোনো সমস্যা বোধ করছেন না।
আসরের প্রথম ম্যাচে ভালোই খেলেছেন আশরাফুল। ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচে প্রথম ইনিংসে ৪৮ রানের ইনিংস খেলেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার ম্যাচের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানতে পারেন জাতীয় দলের পেসার ইবাদত হোসেন। সিলেটের হয়ে জাতীয় লিগের প্রথম রাউন্ডে খুলনার বিপক্ষে ম্যাচের তিন দিনই খেলেছেন তিনি।