বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় যোদ্ধারা টাঙ্গাইলের কালিহাতি এলাকা পরিদর্শন করেছেন। শনিবার (২৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সফরে আসা ভারতীয় সেনাদের একটি দল মুক্তিযুদ্ধের সময় উপজেলার বানিয়াফৈর এলাকার ছত্রীসেনা অবতরণস্থল পরিদর্শন করেন।
পরে সফররত ভারতীয় দলটির সঙ্গে স্থানীয় দুইজন বীর মুক্তিযোদ্ধা সাক্ষাৎ করেন। এ সময় মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে স্মৃতিচারণে অংশগ্রহণ করেন তারা।
মেজর জেনারেল (অব.) নারায়ণ শংকর নারির নেতৃত্বে ৬৮ সদস্যের এই দলটিতে ৩০ জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা (২৩ জন সস্ত্রীক) এবং ছয়জন চাকরিরত ভারতীয় সেনা কর্মকর্তা (পাঁচজন সস্ত্রীক) রয়েছেন।
এর আগে তারা বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টার যোগে ঘাটাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসে পৌঁছেন। পরে জিওসি ১৯ পদাতিক ডিভিশন ঘাটাইলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সস্ত্রীক তাদের স্বাগত জানান।
পরে প্রতিনিধি দলটি দুপুর ২টা ৩০ মিনিটে শহীদ সালাউদ্দিন সেনানিবাস থেকে পুনরায় হেলিকপ্টারযোগে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়।