spot_img

টি-টোয়েন্টি বলেই আশা দেখছেন রিয়াদ

অবশ্যই পরুন

সাকিব ও তামিমের মতো দুই অভিজ্ঞ ক্রিকেটার দলে নেই। এদের ছাড়াই টি-২০ সিরিজে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ।

ওয়ানডেতে তিক্ত হারের অভিজ্ঞতা থাকলেও টি-টোয়েন্টিতে ভালো করার আশাবাদ ব্যক্ত করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মাহমুদউল্লা মনে করেন, টি-টোয়েন্টিতে ছোট-বড় দল বলে কিছু নেই। একটি নির্দিষ্ট দিনে জ্বলে উঠতে পারলে জয় আসতেই পারে।

হ্যামিল্টনের সেডন পার্কে রোববার প্রথম টি-টোয়েন্টি খেলা শুরু হবে। খেলা হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

শনিবার নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় মাহমুদউল্লাহ বলেন, ‘অবশ্যই আমরা ওয়ানডেতে আশানুরূপ পারফর্ম করতে পারিনি। এ কারণে আমরা খুব আশাহত। কারণ, আমরা বিশ্বাস করি আমাদের যতটুকু সামর্থ্য আছে, সে অনুযায়ী আমরা পারফর্ম করতে পারিনি। তবে আমি মনে করি টি-টোয়েন্টি এমন একটা সংস্করণ যেখানে বড় দল-ছোট দল বলতে কিছু নেই।’

তিনি আরো বলেন, ‘র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল হোক কিংবা নয়-দশ নম্বর দল, নির্দিষ্ট দিনে যদি কোনো দল ভালো পারফর্ম করে, এক-দুইজন খেলোয়াড় যদি অসাধারণ পারফর্ম করে তাহলে যে কোনো দলকে হারানো সম্ভব। আমরা একটা দল হিসেবে যদি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি। প্রয়োগের মাত্রাটা যদি ভালো থাকে। আমরা যেকোনো দলকে হারাতে পারবো। এটা আমাদের বিশ্বাস।’

এখন পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে সাতবার। প্রতিবারই জুটেছে হার। তারপরও আশাবাদী মাহমুদউল্লাহ, ‘টি-টোয়েন্টি সংস্করণটাই এমন যে, এটা একটা দিনের খেলা। যে ওইদিন ভালো করবে, তাদের পক্ষেই ভালো ফল করাটা সম্ভব।’

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ