spot_img

বিদেশে উইঘুরদের ওপর নজরদারি চীনা হ্যাকারদের

অবশ্যই পরুন

চীনা হ্যাকাররা ফেসবুকের মাধ্যমে বিদেশে বসবাসকারী উইঘুর নেতাদের ওপর গুপ্তচরবৃত্তি করছিল। ভূয়া ফেসবুক অ্যাকাউন্ট ও ওয়েবসাইট বানিয়ে, নজরদারি সফটওয়্যারের সাহায্যে তারা এ কাজ করত। ফেসবুক জানিয়েছে, বিদেশে বসবাসকারী উইঘুর নেতা ও কর্মী, সাংবাদিক ও বিক্ষুব্ধদের কম্পিউটার, স্মার্ট ফোন হ্যাক করার চেষ্টা করছিল চীনা হ্যাকাররা।

ফেসবুক জানিয়েছে, তারা বিষয়টি ধরে ফেলে এবং হ্যাকিং অপারেশনে বাধা দেয়। ওই হ্যাকারদের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। প্রায় একশটি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

এ সব উইঘুর নেতা ও কর্মীরা অস্ট্রেলিয়া, ক্যানাডা, কাজাখস্তান, সিরিয়া, তুরস্ক ও আমেরিকায় থাকেন। শিনজিয়াং থেকে হ্যাকাররা ৫০০ উইঘুর অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছিল। চীন ১০ লাখের বেশি উইঘুর মুসলিমকে শিবিরে রেখেছে বলে অভিযোগ।

জাতিসঙ্ঘের মতে, উইঘুরদের ওপর অত্যাচার চালায় চীন। তারা এ অত্যাচার বন্ধের দাবি জানিয়েছে।

কিন্তু চীন এ সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, উইঘুরদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা উইঘুররা চীনের নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। তারা অবিলম্বে উইঘুরদের ওপর অত্যাচার বন্ধ করার দাবি করেছেন। তাতে চীনের ক্ষোভ বেড়েছে।

ফেসবুক জানিয়েছে, উইঘুরদের নিউজ সাইটের মতো অবিকল দেখতে ওয়েবসাইট বানিয়েছিল হ্যাকাররা। তার মাধ্যমে ও ফেসবুক অ্যাকাউন্টকে হাতিয়ার করে তারা নজরদারির চেষ্টা করছিল। তারা নানাভাবে সাইবার-চরবৃত্তির চেষ্টা করছিল। তারা উইঘুরদের ওয়েবসাইট, স্মার্টফোন বিকল করার চেষ্টাও করছিল। ফেসবুক এ ধরনের সব ওয়েবসাইটের নাম জানাবে।

ফেসবুকের তদন্তে জানা গেছে, এ হ্যাকাররা সাইবার-জগতে ‘আর্থ এমপুসা’ বলে পরিচিত। তারা খুব দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত। কিন্তু তাদের পিছনে কে আছে, সেটা তারা সবসময় গোপন রাখে। দুটি চীনা কোম্পানি হ্যাকিংয়ের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছিল বলে ফেসবুক জানিয়েছে।

সূত্র : ডয়চে ভেলে

সর্বশেষ সংবাদ

‘বলিউডে একতা, সম্মান নেই! তাই পিছিয়ে’: অজয়-অক্ষয়

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি কেন বলিউডের থেকে এগিয়ে? কোন অঙ্কে বারবার পিছিয়ে যাচ্ছে হিন্দি সিনে দুনিয়া? সেই প্রশ্নের উত্তরে হিন্দুস্থান...

এই বিভাগের অন্যান্য সংবাদ