spot_img

উত্তর কোরিয়ার মিসাইল নিক্ষেপে উস্কানি দেখেন না বাইডেন

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, উত্তর কোরিয়ার স্বল্প মাত্রার মিসাইল নিক্ষেপকে উস্কানিমূলক কর্মকাণ্ড হিসেবে মনে করেন না তিনি। তার মতে, মার্কিন প্রতিরক্ষা দফতরের কর্মকর্তারা এটাকে পিয়ংইয়ংয়ের ‘স্বাভাবিক কর্মকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ মার্চ) রাতে একথা বলেন জো বাইডেন। গত জানুয়ারিতে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর উত্তর কোরিয়া ইস্যুতে এটা তার প্রথম মন্তব্য।

চলতি সপ্তাহের শুরুতে নন-ব্যালেস্টিক ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। দেশটির এই পদক্ষেপ মূলত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার প্রতি বড় ধরনের অবজ্ঞা। এর আগে নিজেদের সীমান্তে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার কঠোর সমালোচনা করে দেশটি। মূলত সামরিক মহড়ার প্রতিক্রিয়া হিসেবে এরপরই মিসাইল উৎক্ষেপণ করে পিয়ংইয়ং।

এছাড়া পিয়ংইয়ংয়ের সঙ্গে যোগাযোগ করতে কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। যদিও উত্তর কোরিয়ার দাবি, পিয়ংইয়ংয়ের প্রতি ওয়াশিংটনের শত্রুতাপূর্ণ নীতি বাতিল না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা বৈঠকে রাজি নয় তারা। আর তাই সাম্প্রতিক মিসাইল উৎক্ষেপণকে ওয়াশিংটনের প্রতি পিয়ংইয়ংয়ের বার্তা হিসেবেও ধারণা করা হচ্ছে।

উত্তর কোরিয়ার এই মিসাইল নিক্ষেপের ঘটনাটি সর্বপ্রথম সামনে আনে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। পরে মার্কিন কর্মকর্তা এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করেন।

সিউল বলছে, উত্তর কোরিয়ার অনকোহন নামক জায়গা থেকে হলুদ সাগরের (ইয়েলো সি) উদ্দেশে গত রোববার সকালে দুটি ক্রুজ মিসাইল নিক্ষেপ করে পিয়ংইয়ং। পশ্চিম প্রশান্ত মহাসাগরের চীনের মূল ভূখণ্ড ও কোরিয়া উপদ্বীপের মধ্যবর্তী জায়গাকে ইয়েলো সি বলা হয়ে থাকে।

এ বিষয়ে মঙ্গলবার রাতে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘(আগের তুলনায়) কিছুই যে পরিবর্তন হয়নি, সেটাই আমরা বুঝতে পারছি।’

পরীক্ষামূলকভাবে মিসাইল নিক্ষেপকে যুক্তরাষ্ট্র উস্কানি হিসেবে দেখছে কি না- এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘না, প্রতিরক্ষা দফতরের বক্তব্য অনুযায়ী- এটা তাদের স্বাভাবিক কর্মকাণ্ড। তাদের কাজে (উত্তেজনা সৃষ্টির মতো) নতুন কিছুই নেই।’

সম্প্রতি যুক্তরাষ্ট্র জানায়, তারা বেশ কয়েক সপ্তাহ ধরে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগের চেষ্টা করলেও কিম জং উনের প্রশাসন তাতে সাড়া দিচ্ছে না। এছাড়া দায়িত্ব গ্রহণের পর দুই মাস অতিবাহিত হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে এখনও স্বীকৃতি বা শুভেচ্ছা জানায়নি দেশটি।

সূত্র: বিবিসি

সর্বশেষ সংবাদ

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ