spot_img

বিশ্বাসঘাতকের দল বিজেপি : মমতা

অবশ্যই পরুন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপিকে বিশ্বাস করবেন না, ওরা বিশ্বাসঘাতকের দল। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২৩ মার্চ) পুরুলিয়া জেলার পারায় দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি পার্টিতে মেয়েদের কোনও সম্মান নেই। (খবরের কাগজে) বড় বড় এক পাতা করে বিজ্ঞাপন দিয়েছে (ইশতেহার) হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা! কী মিথ্যে স্বপ্ন দেখাচ্ছ? পনের লাখ টাকা করে সবার ব্যাংক অ্যাকাউন্টে দেয়ার কথা ছিল, তা কী দিয়েছ? সবার অ্যাকাউন্টে পনের লাখ টাকা করে পেয়েছেন মা-ভাই-বোনেরা? ওটাও যেমন মিথ্যে ভাঁওতা ছিল, এগুলোও (ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি) তেমন মিথ্যে ভাঁওতা। বিজেপিকে বিশ্বাস করবেন না। ওরা বিশ্বাসঘাতকের দল। ওরা মীরজাফরের দল। ওরা হচ্ছে গাদ্দারের দল, ওরা দানবদের দল, ওরা দস্যুদের দল, ওরা গরীব মানুষদের দল নয়।

মমতা বলেন, দেখে আসুন (বিজেপি শাসিত) উত্তর প্রদেশে তপশিলি জাতি, তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষদের উপরে কী অত্যাচার চলছে! সেখানে কোনও বিচার পায় না, মেয়েরা বিচার পায় না।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আজকে কাগজজুড়ে বিবৃতি দিয়ে বলতে হয়েছে আমরা চাকরি দেবো। ওরা চাকরি দেবে? যান বিজেপি শাসিত রাজ্য অসমের ইশতেহার নিয়ে আসুন, ত্রিপুরার ইশতেহার নিয়ে আসুন। চ্যালেঞ্জ করে বলছি। ওরা বলেছিল সব শিক্ষকদের স্থায়ী করে দেবে কিন্তু দশ হাজারকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। অসমে এনআরসি থেকে ১৪ লাখ বাঙালিকে বের দিয়েছে। ত্রিপুরায় পাঁচটা সরকারি সংস্থা বেসরকারি করে দিয়েছে।

বিজেপিকে মিথ্যেবাদীর দল বলে অভিহিত করে সবাইকে বিজেপি থেকে সাবধান হওয়ার আহ্বান জানান তিনি। সূত্র: পার্সটুডে

সর্বশেষ সংবাদ

এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই সকল ক্ষমতার মালিক হবেন: ড. ইউনূস

বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই, যেখানে সত্যিকার অর্থে জনগণই হবে সকল ক্ষমতার মালিক— এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড....

এই বিভাগের অন্যান্য সংবাদ