spot_img

শাল্লায় হামলার ঘটনায় আরও একজন গ্রেফতার

অবশ্যই পরুন

সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িতে হামলার ঘটনায় আকামত আলী (৫৫) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় ৩৪ জনকে গ্রেফতার করা হলো।

মঙ্গলবার (২৩ মার্চ) ভোরে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

এর আগে, ১৭ মার্চ শাল্লার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হামলার ঘটনায় বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল প্রথম একটি মামলা করেন। মামলায় দিরাইয়ের সরমঙ্গল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে প্রধান আসামি করা হয়।

স্বাধীন নিজেকে ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে পরিচয় দিতেন। শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে আত্মগোপনে থাকা অবস্থায় মৌলভীবাজারের কুলাউড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সর্বশেষ সংবাদ

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ