ইয়েমেনের সমস্যার স্থায়ী সমাধানের জন্য সৌদি আরবের পক্ষ থেকে যে প্রস্তাবনা পেশ করা হয় তাতে পূর্ণ সমর্থন দিয়েছে আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাতের বিদেশ বিষয়ক ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, ইয়েমেনে সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষিত উদ্যোগের পক্ষে সমর্থন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।
তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত সেই উদ্যোগকে পুরোপুরি সমর্থন করে, যা ইয়েমেনে স্থায়ী যুদ্ধবিরতির জন্য এক মূল্যবান সুযোগ। এটি স্থায়ী রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত করবে।
তিনি এই উদ্যোগ বাস্তবায়ন ও যুদ্ধবিরতিতে সব পক্ষকে প্রতিশ্রুতিবদ্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান। তিনি রিয়াদ চুক্তি বাস্তবায়ন, নতুন ইয়েমেনি সরকার গঠন, ইয়েমেন সঙ্কট নিরসনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে সৌদি আরবের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।
সূত্র : আল বায়ান