করোনাভাইরাসের সংক্রমণের লাগাম টানতে বিশ্বের ১২টি দেশের নাগরিকদের ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ করেছে পাকিস্তান। দেশটিতে দক্ষিণ অফ্রিকা এবং ব্রাজিলে শনাক্ত করোনাভাইরাসের নতুন ধরনের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) শনিবার এ, বি এবং সি— এই তিন ক্যাটেগরিতে ১২ দেশের তালিকা প্রকাশ করেছে। ভ্রমণ বিধি-নিষেধ এবং ওই ১২ দেশ থেকে পাকিস্তানে যাত্রী আসার ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে আগামী ২৩ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত। এসব নিষেধাজ্ঞাকে সি ক্যাটেগরির অন্তর্ভুক্ত করা হয়েছে।
সিএএ বলেছে, সি ক্যাটেগরির দেশগুলো থেকে পাকিস্তানে ভ্রমণের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বতসোয়ানা, ব্রাজিল, কলাম্বিয়া, কোমোরোস, ঘানা, কেনিয়া, মোজাম্বিক, পেরু, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া এবং জাম্বিয়া সি ক্যাটেগরিতে রয়েছে।
পাকিস্তানে করোনাভাইরাসের বিস্তারের লাগাম টানার লক্ষ্যে সাময়িকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সিএএ।
পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর আগে গত জানুয়ারিতে একই ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত বিধি-নিষেধ জারি করেছিল। শনিবার সেই বিধি-নিষেধ হালনাগাদ করে বিবৃতিতে সিএএ বলেছে, গত ২৯ জানুয়ারি থেকে জারিকৃত আগের ভ্রমণ বিধি-নিষেধও ৫ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
সিএএ বলছে, এ ক্যাটেগরির অন্তর্ভুক্ত দেশগুলো থেকে পাকিস্তানে প্রবেশের জন্য আন্তর্জাতিক পর্যটকদের কোভিড-১৯ পিসিআর পরীক্ষার দরকার হবে না। এই ক্যাটেগরির দেশগুলো হলো— অস্ট্রেলিয়া, ভুটান, চীন, ফিজি, জাপান, কাজাখস্তান, লাওস, মঙ্গোলিয়া, মৌরতানিয়া, মরক্কো, মিয়ানমার, নেপাল, নিউজিল্যান্ড, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, ত্রিনিদাদ ও টোবাগো এবং ভিয়েতনাম।
এ এবং সি ক্যাটেগরির বাইরে যেসব দেশ রয়েছে, সেগুলো বি ক্যাটেগরির অন্তর্ভুক্ত। বি ক্যাটেগরির দেশ থেকে পাকিস্তানে ভ্রমণের ক্ষেত্রে দেশটিতে প্রবেশের সময় করোনা সার্টিফিকেট দেখাতে হবে।