spot_img

ইংল্যান্ডকে ৩৬ রানে হারিয়ে সিরিজ জিতল ভারত

অবশ্যই পরুন

বিরাট কোহলি, রোহিত শর্মার ব্যাটিংয়ের পর ভুবনেশ্বর কুমারের বোলিং! ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির অঘোষিত ফাইনালে ভারত হাজির অপ্রতিরোধ্য রূপে। সুবাদে দারুণ এক জয় স্বাগতিকদের। সিরিজটাও পকেটে বিরাট কোহলির দলের।

শনিবার আহমেদাবাদে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৩৬ রানে হারিয়েছে ভারত।

টস হেরে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ২২৪ রানের ইনিংস গড়ে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে যা তাদের সর্বোচ্চ। জবাবে ৮ উইকেটে ১৮৮ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।

প্রথম ম্যাচে ইংল্যান্ড, এরপর ভারত, তারপর আবার ইংল্যান্ড করে চতুর্থ ম্যাচ ভারত জিতে সিরিজে সমতা আনে ভারত। তাই এ ম্যাচটি হয়ে দাড়ায় সিরিজ ফাইনাল।

কেএল রাহুল ব্যর্থ বলে রোহিত শর্মার সাথে নিজেই ইনিংস সূচনায় নেমে অধিনায়ক বিরাট কোহলি শেষ পর্যন্ত থেকে দলকে নির্ভরযোগ্য স্কোর এনে দেন। উদ্বোধনী জুটিতে ৯৪, দ্বিতীয় উইকেটে আগের ম্যাচের সেরা সূর্যকুমার যাদবের সঙ্গে ৪৯ এবং ৮১ রান জুড়েছেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে।

৫২ বলে ৭ বাউন্ডারি ২ ছক্কায় ৮০ রান করে অপরাজিত থাকেন কোহলি। ৩৪ বলে ৬৪ করেন রোহিত। তার ইনিংসে ৪ বাউন্ডারির সঙ্গে ছিল ৫ ছক্কা। ৪টি ছক্কা হাকিয়েছেন সূর্য ও পান্ডিয়া। শেষ ৫ ওভারে ৭৭ রান যোগ করে ঘরের মাঠে তৃতীয় এবং সার্বিকভাবে চতুর্থ সেরা টি-টোয়েন্টি স্কোর গড়ে ভারত।

জবাবে ইংল্যান্ডও এগোচ্ছিল দারুণভাবে। ১২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১২৭ রান তুলে ফেলে দলটি। কিন্তু ১৩তম ওভারে ভুবনেশ্বর কুমার দারুণ বোলিং করলেন। মাত্র ৩ রান খরচা করলেন, তুলে তুলেন ৫২ রান করা জস বাটলারকের।

ডেভিড মালান আশা হয়ে ছিলেন। কিন্তু তাকে ১৫তম ওভারে ব্যক্তিগত ৬৮ রানে ফেরান শার্দুল ঠাকুর।

তাতে শেষ ৫ ওভারে ৮৩ রানের সমীকরণ কঠিন হয়ে যায় ইংল্যান্ডের জন্য। শেষ পর্যন্ত যা তারা পেরোতেও পারেনি।

ম্যাচসেরা হয়েছেন ভুবনেশ্বর কুমার। ৪ ওভার বল করে মাত্র ১৫ রান খরচায় ২ উইকেট নেন তিনি। সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর।

মঙ্গলবার থেকে পুনেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে দুই দলের।

সর্বশেষ সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ভুয়া নারী চিকিৎসক আটক

ঢাকা মেডিকেল থেকে পাপিয়া আক্তার স্বর্ণা নামে এক ভুয়া নারী চিকিৎসকে আটক করেছে আনসার সদস্যরা। রোববার (১৭ নভেম্বর) সকালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ