spot_img

‘ব্যাটসম্যানরা ভালো করেনি, বোলাররা ভালো প্রস্তুতি নিয়েছিল’

অবশ্যই পরুন

নিউজিল্যান্ডে বাংলাদেশ সফরের শুরুটা হলো যাচ্ছেতাই। ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে টস হেরে মাত্র ১৩১ রানে অলআউট। ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেনি কিউই বোলারদের সামনে। মুড়ি-মুড়কির মত পড়েছে উইকেট। যার ফলে বোলিংয়ে এসে বোলারদের আর তেমন ক্যারিশমা দেখানোর সুযোগই মেলেনি।

৮ উইকেটের শোচনীয় পরাজয়ের পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে হাজির হন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। সেখানে এসে অকপটে তিনি স্বীকার করলেন, ব্যাটসম্যানরা মোটেও ভালো করতে পারেননি। বরং বোলাররা ভালোই প্রস্তুতি নিয়েছিল।

বোলাররা ভালো প্রস্তুতি নিয়েছেন- ঠিক আছে। কিন্তু ব্যাটসম্যানরা কী প্রস্তুতি নেয়নি? সে কথা কিন্তু বললেন না তাসকিন। তিনি শুধু জানালেন, ব্যাটসম্যানদের কাছ থেকে অন্তত ২৬০ থেকে ২৭০ রান আশা করেছিলেন। তেমনটা হলে চিত্রটা হতো ভিন্ন।

ব্যাটিং নিয়ে তাসকিনের বক্তব্য, ‘আমরা ব্যাট হাতে ভালো শুরু করতে পারিনি। ২৬০-২৭০ রান করলে ভিন্ন চিত্র হতে পারতো; কিন্তু ততটা ভালো ব্যাটিং আমরা করতে পারিনি। এই রান করে কিছুই করার নেই আসলে। ২৬০-২৭০ রান করলে আমরা ভালো লড়াই করতে পারতাম।’

বোলাররা ভালো প্রস্তুতি নিয়েছিল। সে কথা জানিয়ে তাসকিন বলেন, ‘আমাদের বোলাররা ভালো প্রস্তুতি নিয়েছিল। এখানে পৌঁছানোর পর কোয়ারেন্টাইন শেষেও ভালো প্রস্তুতি নিয়েছি।’

পরের ম্যাচগুলোতে কী করবে বাংলাদেশ? তাসকিন জানালেন, আশাবাদী হতে পারি। তিনি বলেন, ‘বাকি ম্যাচগুলোর জন্য ভালো করার আশা রাখতে পারি। নিউজিল্যান্ডে ভালো করা সবসময়ই কঠিন। নিউজিল্যান্ডে বিশ্বের অন্যতম সেরা দল, বিশেষ করে ঘরের মাটিতে।’

অবশ্য বোলারদের কীই বা করার আছে। ১৩১ রান করার পর স্বাগতিক নিউজিল্যান্ডকে চোখ রাঙানোর মত কোনো রসদই হাতে ছিল না তাসকিন-মোস্তাফিজদের। তবুও, ২টি উইকেটের পতন ঘটিয়েছিল টাইগাররা। যার একটি নিয়েছেন তাসকিন, অন্যটি নিয়েছেন হাসান মাহমুদ।

সর্বশেষ সংবাদ

কপ-২৯: ৩০০ বিলিয়ন ডলার দিতে রাজি ধনী দেশগুলো

আজারবাইজানের রাজধানী বাকুতে এবারের কপ-২৯ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে হুমকিতে থাকা উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশ ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ