spot_img

প্রথম নারী প্রেসিডেন্ট পেলো তাঞ্জানিয়া

অবশ্যই পরুন

প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেলো তাঞ্জানিয়া। শুক্রবার দেশটির ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু পশ্চিম আফ্রিকার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

গত বুধবার দেশটির প্রেসিডেন্ট জন মাগুফুলি মারা যান। করোনায় আক্রান্ত হয়ে নাকি অন্য কোনো রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বিষয়টি এখনও স্পষ্ট করেনি তাঞ্জানিয়া।

বাণিজ্যিক রাজধানী দারুস সালামে শুক্রবার শপথ নেন সামিয়া। কালো স্যুট ও লাল স্কার্ফ পরিহিত সামিয়া তার শপথে বলেন, ‘আমি, সামিয়া সুলুহু হাসান সৎ থাকার এবং তাঞ্জানিয়ার সংবিধান রক্ষা ও মান্য করার প্রতিশ্রুতি দিচ্ছি।’

শপথের পর নতুন প্রেসিডেন্ট বলেন, ‘আজ আমার জন্য আপনাদের সঙ্গে বলার মতো ভালো দিন নয়। কারণ আমার হৃদয়ে একটি ক্ষত রয়েছে। আজ আমি আমার কর্মজীবনে আগেরগুলির তুলনায় ভিন্নভাবে শপথ নিয়েছি। ওই শপথগুলো আনন্দের সঙ্গে নেওয়া হয়েছিল। আজ আমি শোকের মধ্যে সর্বোচ্চ দপ্তরের শপথ নিচ্ছি।’

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ