দিন কয়েক আগে এক ভিডিওবার্তায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একহাত নিয়েছিলেন শোয়েব আখতার। কারণ, পিএসএলে করোনাভাইরাসের আঘাত ও তাতে পিসিবির উদাসীনতা। এবার তার সঙ্গে সুর মেলালেন তার সাবেক সতীর্থ শহীদ আফ্রিদিও।
গত ৪ মার্চ স্থগিত হয়েছে পিএসএলের ষষ্ঠ আসর। প্রথম পিএসএল ক্রিকেটার হিসেবে আক্রান্ত হন অস্ট্রেলিয়ান স্পিনার ফাওয়াদ আহমেদ। এরপর আরও তিন বিদেশী ক্রিকেটার আর এক সাপোর্ট স্টাফ করোনাক্রান্ত হন। এক দিন না পেরোতেই খবর আসে, একাধিক দলে করোনা শনাক্ত হয়েছে, যে কারণে সবাইকে চলে যেতে হচ্ছে ১০ দিনের ব্যক্তিগত আইসোলেশনে। ফলে অনির্দিষ্টকালের জন্য লিগ স্থগিত করে দেওয়ারই সিদ্ধান্ত নেয় পিসিবি।
সাবেক পাকিস্তান পেসার শোয়েব আখতার ব্যক্তিগত ইউটিউব অ্যাকাউন্টে এক ভিডিওতে পিসিবির ওপর ক্ষোভ ঝেড়ে বলেন, ‘যাদের পাড়ার টুর্নামেন্ট আয়োজনেরও অভ্যাস নেই তারাই এখানে পিএসএল আয়োজন করে চলেছে।’ ডাক্তারদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে বসেন আখতার।
তার সুর সম্প্রতি ঝরে পড়েছে শহীদ আফ্রিদির কণ্ঠেও। তবে তিনি মনে করেন, পিএসএলের এভাবে স্থগিত হয়ে যাওয়ার পেছনে দায়টা পিসিবির পরিকল্পনাহীনতার। গত বুধবার লাহোরের এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আফ্রিদি বললেন, ‘পিএসএল পাকিস্তান আর পাকিস্তান ক্রিকেটের অনেক বড় একটা ব্র্যান্ড। সেই টুর্নামেন্টটা আয়োজনের আগে কোনো বিকল্প পরিকল্পনা আলোচনা করে রাখেনি পিসিবি, ব্যাপারটা দুঃখজনক।’
পিসিবির কাছে সময় অবশ্য ছিলই। প্রথম করোনা সংক্রমণের কমপক্ষে পাঁচ দিন পর স্থগিত হয়েছে পিএসএল। এ সময়ের মধ্যেও বিকল্প কোনো ব্যবস্থা নেয়নি পিসিবি, তাতেই চমকে গিয়েছিলেন আফ্রিদি। তার কথা, ‘যখন খেলোয়াড়দের মধ্যে করোনা সংক্রমণ হচ্ছিল তখনো তারা বিকল্প কোনো ব্যবস্থা নেয়নি পিসিবি, আর এ বিষয়টা আমাকে অবাক করেছে। এই স্থগিত হয়ে যাওয়াটা আদৌ কোনো ভালো বার্তা দিচ্ছে না।’