পবিত্র কাবাশরীফ জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি, স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এবিষয়ে মক্কা ও মদিনা পবিত্র মসজিদদ্বয়ের প্রযুক্তি ও পরিষেবা বিভাগের প্রধান বলেন, আমরা মসজিদকে পবিত্র ও জীবাণুমুক্ত করতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করছি। -সউদি গেজেট, আরব নিউজ
পবিত্র মক্কার ইমাম ড. আব্দুর রহমান আস-সুদাইস মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেন। প্রযুক্তি ও পরিষেবা বিভাগের সহকারি সভাপতি মোহাম্মদ জাবিরি বলেন, সর্বাধুনিক প্রযুক্তি ও ডিভাইস ব্যবহার করে পবিত্র কাবা প্রাঙ্গণ ২০ মিনিটের মধ্যে পরিষ্কার করা হয়। নিয়মিত পবিত্র কাবার ছাদ, হাজরে আসওয়াদ জীবাণু মুক্ত করা হয়। দেশটির ধর্মীয় মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে, সউদি আরবের মসজিদগুলিতে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে গত ছয় সপ্তাহে এক লাখেরও বেশি মসজিদ পরিদর্শন করা হয়েছে।