spot_img

অবশেষে সমর্থকদের টিকা নিতে বললেন ট্রাম্প

অবশ্যই পরুন

করোনাভাইরাস প্রতিরোধে রিপাবলিকান সমর্থকদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় করোনার টিকাকে ‘নিরাপদ’ এবং ‘কার্যকর’ বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মার্চ) টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে রিপাবলিকান সমর্থকদের প্রতি এই আহ্বান জানান ট্রাম্প।

অবশ্য ট্রাম্পের কট্টরপন্থি ও রক্ষণশীল সমর্থকরাই মূলত এতোদিন ধরে করোনার টিকা নেওয়ার বিরোধিতা করে আসছিলেন। এছাড়া প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করার সময় করোনা মহামারিকে হালকাভাবে নেওয়া এবং জনগণকে টিকা নিতে উদ্বুদ্ধ না করায় সমালোচনার মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প নিজেও।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করোনার টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে দেশটির জীবিত সকল সাবেক প্রেসিডেন্টই মার্কিন নাগরিকদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। অনেকক্ষেত্রে তারা নিজেরাও টিকা নিয়েছেন এবং একইসঙ্গে মানুষ যেন টিকা নিতে উদ্বুদ্ধ হয়; সেই কাজেও হয়েছেন সরব।

তবে সদ্য সাবেক প্রেসিডেন্ট হয়েও টিকা ইস্যুতে এতোদিন একেবারেই নীরব ছিলেন ট্রাম্প। যদিও স্ত্রী মেলানিয়াসহ গত জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার আগে গোপনে টিকা নিয়েছিলেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

মঙ্গলবার ফক্স নিউজে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,‘আমি সবাইকে এটার (টিকা নিতে) সুপারিশ করছি। স্পষ্টভাবে বললে- যেসব মানুষ টিকা নিতে চান না এবং নির্বাচনে আমাকে ভোট দেওয়া নাগরিকদের মধ্যে যারা টিকা নিতে অনিচ্ছুক, সবাইকেই টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি আমি।’

তিনি আরও বলেন, এটা খুব ভালো একটি টিকা। একইসঙ্গে এটা নিরাপদ এবং কার্যকর।

এর আগে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প তার সমর্থকদের টিকা নিতে উৎসাহিত করবেন বলে আশা প্রকাশ করেছিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি। করোনার টিকা নিতে রিপাবলিকানরা উচ্চ দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে রয়েছেন; সাম্প্রতিক জরিপে এই তথ্য উঠে আসার পর এমন মন্তব্য করেছিলেন তিনি।

গত রোববার ড. ফাউসি বলেন, রিপাবলিকানদের ওপর ট্রাম্পের যে অবিশ্বাস্য প্রভাব রয়েছে তাকে কাজে লাগিয়ে সাবেক এই প্রেসিডেন্ট যদি তাদেরকে টিকা নিতে উদ্বুদ্ধ করেন, তাহলে সেটাই মূলত (টিকা নিতে ইচ্ছুক ও অনিচ্ছুকদের মধ্যে) পার্থক্য গড়ে দেবে।

ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে তিনি আরও বলেছিলেন, ‘‘ট্রাম্প যদি বাইরে বেরিয়ে আসেন এবং বলেন: ‘যাও, সবাই টিকা নাও। এটা আসলেই তোমার স্বাস্থ্য, তোমার পরিবারের স্বাস্থ্য এবং দেশের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ’। তাহলে তার এই আহ্বান এড়ানো রিপাবলিকানদের জন্য অসম্ভব হবে এবং তার বিপুল সংখ্যক সমর্থকও তার কথা শুনে টিকা নিতে বাধ্য হবেন।’’

ড. ফাউসির আহ্বানের পরই হোক, আর হোক সেটা চক্ষু লজ্জার কারণে; খোলস ছেড়ে বেরিয়ে ট্রাম্প অবশেষে তার সমর্থকদের প্রতি টিকা নেওয়ার আহ্বান জানালেন। আর এতে আখেরে লাভ হবে যুক্তরাষ্ট্রেরই। কারণ করোনাভাইরাস মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির নামটাই যে যুক্তরাষ্ট্র।

সূত্র: বিবিসি

সর্বশেষ সংবাদ

সংলাপ বন্ধ করে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে বললেন জোসেপ বোরেল

গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সংলাপ স্থগিত রাখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলোর কাছে প্রস্তাব করবেন বলে জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ