spot_img

খুলনায় মাদক মামলায় ২ জনের ১০ বছরের কারাদণ্ড

অবশ্যই পরুন

খুলনায় ফেন্সিডিল পাচারের মামলায় মো. ফয়সাল ওরফে সাগর (২৭) ও জাহাঙ্গীর হোসেন (২৩) নামের দুই আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় প্রদান করেন।

রায় ঘোষণাকালে দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কাজী সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর দৌলতপুর পাবলা সবুজ সংঘ মাঠের কাছ থেকে পুলিশ ৮০ বোতল ফেন্সিডিলসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়। দৌলতপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শিহাব উদ্দিন তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

সর্বশেষ সংবাদ

ব্রিকসে সহযোগী দেশ হলো ইন্দোনেশিয়া

বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ‘পার্টনার’ বা সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া। ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা...

এই বিভাগের অন্যান্য সংবাদ