শ্রীলঙ্কার জননিরাপত্তা মন্ত্রী শরথ উইরাসেকরা এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, বোরখা একটি ধর্মীয় চরমপন্থার নিদর্শন। বৈঠকে তিনি এও জানিয়েছেন, বন্ধ হবে বোরখা পরা। তার সঙ্গে বন্ধ হবে ইসলামিক স্কুলও। শনিবার এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার এ মন্ত্রী। তিনি শুক্রবার একটি কাগজে সই করেছেন, যা ক্যাবিনেটে অনুমোদন হবে। সেখানে জাতীয় সুরক্ষার কারণে বোরখা নিষিদ্ধ করার কথা জানিয়েছেন তিনি।
মন্ত্রীর দাবি, আগে কখনওই মুসলিম মেয়েরা বোরখা পরতেন না। ইদানীং এটি ধর্মীয় চরমপন্থার একটি নিদর্শন হয়ে উঠেছে। এর আগে ২০১৯ সালে ইস্টার সানডেতে গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার পরিপ্রেক্ষিতে বোরকা, নিকাবসহ নারীদের মুখ ঢেকে রাখা এমন সব পোশাক পরা নিষিদ্ধ করেছিল শ্রীলংকা। তখন গোতাবায়া রাজাপক্ষ নির্বাচনে জিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন ধর্মীয় মৌলবাদ বন্ধ করার।
জননিরাপত্তা মন্ত্রী আরো জানিয়েছেন, ‘দেশের মাদ্রাসাগুলি জাতীয় শিক্ষানীতি বিরোধী। যে কেউ চাইলেই স্কুল খুলতে পারেন না।’ সূত্র : আনন্দবাজার