spot_img

আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৮, আহত ৫০

অবশ্যই পরুন

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে পুলিশ স্টেশনের কাছে একটি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

আঞ্চলিক একটি হাসপাতালের মুখপাত্র রফিক শেরজাই জানিয়েছেন, শুক্রবারের এ বিস্ফোরণে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

‘নিহতদের মধ্যে একজন এবং আহতদের মধ্যে ১১ জন আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকিরা সাধারণ নাগরিক বলে ধারণা করা হচ্ছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে,’ বলেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তারিক আরিন।

তবে এ ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি।

হেরাতের গভর্নর আব্দুল কাতালি বলেছেন, নিহতদের মধ্যে বেশক’জন নারী ও শিশু রয়েছে।

এ ঘটনার কয়েক ঘণ্টা পরই নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ নিরাপত্তা কাউন্সিল এক প্রেস ব্রিফিংয়ে আফগানিস্তানে সাধারণ নাগরিকদের লক্ষ করে এ ধরনের আক্রমণ বৃদ্ধিকে ‘উদ্বেগজনক’ হিসেবে মন্তব্য করে এর নিন্দা জানিয়েছে।

আফগান সরকার ও বিরোধীপক্ষ তালেবানের মধ্যে আলোচনার মাঝেও এ ধরনের ঘটনা ঘটছে।

সূত্র : আলজাজিরা

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ