spot_img

চতুর্থ পরীক্ষায়ও পাস ক্রিকেটাররা

অবশ্যই পরুন

নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে গত ফেব্রুয়ারিতে দেশটিতে পা রেখেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সোমবার সফরে থাকা ক্রিকেটারদের চতুর্থ দফা করোনা টেস্ট করানো হয়েছিল। মঙ্গলবার প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে আর কাউকে কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

শুধু ক্রিকেটাররাই নন, টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সাপোর্টিং স্টাফ এবং টিম লিডার; সবারই করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে। ফলে বুধবার থেকে টাইগারদের ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হচ্ছে। আগামীকাল কুইন্সটাউনে রওনা হবে বাংলাদেশ দল।

টিম লিডার জালাল ইউনুস মঙ্গলবার মুঠোফোনে দেশের এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আজও ক্রিকেটাররা গ্রুপ করে অনুশীলন করেছে। দুই ঘণ্টার অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তামিম, মাহমুদউল্লাহ, মুশফিকরা। বুধবার থেকে ক্রিকেটাররা এক সঙ্গে চলাফেরা করতে পারবে।

তবে সবার চলাফেরায় নিয়ন্ত্রণ রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনাকাঙ্খিত কোনো দুর্ঘটনা এবং করোনা প্রাদুর্ভাবের কথা চিন্তা করেই এটা করা হবে।

এ ব্যাপারে জালাল বলেন, এটা ভালো যে কোয়ারেন্টাইন শেষ হচ্ছে। আমাদের সবার চতুর্থ টেস্টের ফল নেগেটিভ এসেছে। আমরা খুব সতর্ক থাকায় এমনটা হয়েছে। এখানে আরো তিন সপ্তাহ থাকতে হবে। এজন্য আমাদের আরো সতর্ক থাকতে হবে। এখন মুক্ত হয়ে ঘোরাফেরা করা যাবে।

বুধবার নিউজিল্যান্ড সময় সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে ক্রাইস্টচার্চ থেকে কুইন্সটাউনে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। পাঁচদিনের ক্যাম্পে সেখানেই হবে জাতীয় দলের মূল প্রস্তুতি। এরপর সিরিজ খেলতে নামবে বাংলাদেশ।

ডানেডিনে ২০ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। ভেন্যু ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার একদিন পরই দুই দল টি-২০তে মাঠে নামবে। ২৮ মার্চ হ্যামিল্টনে হবে প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি যথাক্রমে ৩০ মার্চ ও ১ এপ্রিল।

সর্বশেষ সংবাদ

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ