spot_img

মিয়ানমারে আটক বিক্ষোভকারীদের মুক্তির আহ্বান জাতিসংঘের

অবশ্যই পরুন

মিয়ানমারের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আটকে পড়া প্রায় দুইশ’ অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীকে নিরাপদে মুক্তি দিতে সেনা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সোমবার (৮ মার্চ) থেকে ইয়াঙ্গুনের একটি এলাকায় এসব বিক্ষোভকারীকে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।

সংস্থাটির মানবাধিকার কার্যালয় জানিয়েছে, আটকে পড়া ব্যক্তিরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছে আর তাদের নিরাপদে চলে যেতে দিতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভ আরও জোরালো হচ্ছে। এখন পর্যন্ত ৫৪ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। সেনাশাসকদের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে গত সোমবার ধর্মঘটের ডাক দেয় দেশটির গুরুত্বপূর্ণ ট্রেড ইউনিয়নগুলো। ধর্মঘটের ফলে বন্ধ থাকে বৃহত্তম শহর ইয়াঙ্গুনের দোকানপাট, কলকারখানা।

নির্মাণ, কৃষি ও পণ্য উৎপাদনসহ অন্তত নয়টি খাতের ট্রেড ইউনিয়ন সোমবারের ধর্মঘটে অংশ নেয়। এছাড়া আইন প্রয়োগের অজুহাতে হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়েও মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনী।

জাতিসংঘ বলছে, ইয়াঙ্গুনের সানচং এলাকার ফোর-স্ট্রিট থেকে বিক্ষোভকারীদের বের হতে দিচ্ছে না নিরাপত্তা বাহিনী। ওই এলাকার বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে সেখানকার বাসিন্দা নয় এমন ব্যক্তিদের খুঁজছে পুলিশ। এই অভিযানে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে বলে সেখানকার বাসিন্দারা জানিয়েছেন।

এছাড়া ওই এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে সেনাবাহিনী সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। সহিংসতা এবং গ্রেপ্তার ছাড়াই তাদের নিরাপদে বের হয়ে যেতে দেওয়ার আহ্বান জানিয়েছেন তার মুখপাত্র স্টিফেন দুজারিক।

তিনি বলেছিলেন, আটকে পড়া অনেকেই নারী, তারা আন্তর্জাতিক নারী দিবস পালন করতে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেয়। যুক্তরাজ্য দূতাবাসও বিক্ষোভকারীদের মুক্তি দাবি করেছে।

ইয়াঙ্গুনে বিপুল সংখ্যক মানুষ কারফিউ উপেক্ষা করে রাস্তায় সমবেত হয়ে নিরাপত্তা বাহিনীর মনোযোগ আকর্ষণের চেষ্টা করে। যাতে করে আটকে পড়া বিক্ষোভকারীরা নিরাপদে বের হয়ে যেতে পারে। তবে তাদের ওপর সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি বর্ষণ করে নিরাপত্তা বাহিনী।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ