spot_img

সম্পূর্ণ ডোজ ভ্যাকসিন নেয়া মার্কিনিরা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন: সিডিসি

অবশ্যই পরুন

ভ্যাকসিন নেওয়া লোকজনের জন্য সুখবর জানাল মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, যারা ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নিয়েছেন তারা একে অন্যের সঙ্গে মাস্ক ছাড়াই দেখা করতে পারবেন। অর্থাৎ ভ্যাকসিন গ্রহণের পর মানুষের জীবন-যাপন এখন অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে।

সিডিসির নতুন স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা অনুযায়ী, যারা ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন তারা ভ্যাকসিন নিয়েছেন বা নেননি এমন লোকজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।

সিডিসি বলছে, ভ্যাকসিনের চূড়ান্ত ডোজ গ্রহণের দুই সপ্তাহ পর থেকেই লোকজনকে সুরক্ষিত বিবেচনা করা হয়। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৩ কোটি মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছে।

সোমবার (৮ মার্চ) হোয়াইট হাউসের করোনা ভাইরাস টাস্ক ফোর্সের এক ব্রিফিংয়ে নতুন স্বাস্থ্য নির্দেশিকা ঘোষণা করেন স্বাস্থ্য কর্মকর্তারা। সেখানে জানানো হয়েছে, ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নেওয়ার পর লোকজন এখন থেকে কি কি করতে পারবেন।

যারা ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নিয়েছেন তারা অন্য ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তিদের সঙ্গে যে কোনো অভ্যন্তরীণ পরিবেশে মাস্ক ছাড়াই দেখা করতে পারবেন। এক্ষেত্রে সামাজিক দূরত্বও জরুরি নয়। এমনকি তারা সড়কেও চলাচল করতে পারবেন।

ভাইরাসের কম ঝুঁকিপূর্ণ লোকজন যারা এখনো ভ্যাকসিন নেননি এমন লোকজনের সঙ্গেও দেখা করতে পারবেন ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তি। তবে এ ক্ষেত্রে অনেক বিস্তৃত এলাকায় তারা যাতায়াত করতে পারবেন না। হয়তো একটি বা দু’টি বাড়িতে তারা ঘুরতে যেতে পারবেন।

সিডিসির শীর্ষ উপদেষ্টা অ্যান্ডি স্লাভিত বলেন, কোভিড-১৯ ভাইরাসকে পেছনে ফেলে যাওয়া পৃথিবী দেখতে কেমন হবে আমরা সে বিষয়টি বর্ণনা করতে শুরু করেছি। যত বেশি মানুষ ভ্যাকসিন গ্রহণ করবে তত বেশি আমাদের জীবন-যাপন সাধারণ হতে শুরু করবে।

তবে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের এখনও সাধারণ কিছু স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা মেনে চলতে হবে। যেমন-বিশাল জনসমাবেশ এবং গণভ্রমণ এড়িয়ে চলতে হবে এবং লোকজন বেশি এমন স্থানে মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ