spot_img

সহজে বাউন্ডারি দেয়া যাবে না : বোলারদের উদ্দেশ্যে মাহমুদউল্লাহ

অবশ্যই পরুন

নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশের পরীক্ষিত ব্যাটসম্যানদের মধ্যে উপরের কাতারে রাখতে হবে মাহমুদউল্লাহকে। ৪৯ টেস্টে ৪ সেঞ্চুরির ২টি তার নিউজিল্যান্ডের বিপক্ষে-নিউজিল্যান্ডের মাটিতে। যে দু’টি সেঞ্চুরি হ্যামিল্টনে।

২০১০ সালে ১১৫, ২০১৯ সালে ১৪৬। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে রেকর্ডটাও দারুণ মাহমুদউল্লাহ’র। ১৯১ ওয়ানডে ম্যাচে ৩ সেঞ্চুরির ২টিই তার নিউজিল্যান্ডের বিপক্ষে-এবং ২টিই আইসিসির মেগা আসরে।

২০১৫ বিশ্বকাপে হ্যামিল্টনে ১২৮*, ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১০২*। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট,ওয়ানডে মিলিয়ে তিনটি সেঞ্চুরির রেকর্ড আছে তার। এমন রেকর্ড যার, টিমমেটদের উদ্দেশ্যে তিনিই তো ভাল বার্তা দিতে পারেণ। দিয়েছেনও মাহমুদউল্লাহ তা।

আগামী ১৯ মার্চ থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই। তার আগে সেখানকার উইকেটে বাউন্স বোঝার চেষ্টা করছেন মাহমুদউল্লাহ- ‘আমি যত দ্রুত সম্ভব উইকেটটা বোঝার চেষ্টা করি। উইকেটের বাউন্সটা মানিয়ে নেওয়ার চেষ্টা করি কারণ এ সমস্ত উইকেটে বাউন্সটা বরাবরই থাকে। তো উইকেটে গতিটা কেমন ওটা ধরা দরকার। বেসিক ক্রিকেটটা গুরুত্বপূর্ণ। নিজেদের প্রাথমিক কাজগুলো ঠিকমতো করতে পারলে ফল ভাল হবে।’

বোলাররা লেন্থে একটু বেখেয়াল হলে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা সুযোগ নিবে, সে বার্তাটা দিয়েছেন মাহমুদউল্লাহ-‘বোলারদের সবচেয়ে চ্যালেঞ্জ মনে হচ্ছে, ওদের প্রয়োগের ধাপটা কোন জায়গায় আছে। তা নিশিত করা। তাদের ফ্রেম অফ মাইন্ড কেমন ওই জিনিসটা দেখা। কারণ এখানে লেন্থের ব্যাপারটা খুব জরুরি। কারণ লেন্থের একটু বেখেয়াল হলে হয়তবা বাউন্ডারির সুযোগ বেড়ে যায়। আমাদের খেয়াল রাখতে হবে সহজে বাউন্ডারি যেন না দেই। এবং প্রপার লাইন লেন্থে ধারাবাহিকভাবে প্রয়োগ করতে পারি।’

সর্বশেষ সংবাদ

পেশাজীবীদের সাথে সংবিধান সংস্কার কমিশনের মতবিনিময় সভা

পেশাজীবীদের সাথে সংবিধান সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ। রোববার (১৭ নভেম্বর) সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী...

এই বিভাগের অন্যান্য সংবাদ