spot_img

আইসিসির নারী দিবসের শুভেচ্ছা বার্তায় সবাই আছে, শুধু নেই বাংলাদেশ

অবশ্যই পরুন

নারী দিবস উপলক্ষে আইসিসির অফিসিয়াল ফেসবুক পেইজের কাভার ফটো হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের নারী ক্রিকেটারদের ছবি দিয়ে জানানো হয়েছে নারী দিবসের শুভেচ্ছা। তবে সেখানে স্থান পায়নি কোন বাংলাদেশী নারী ক্রিকেটারের ছবি। ছবি রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের নারী ক্রিকেটারদের।

আন্তর্জাতিক ক্রিকেটে হয়তো সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলার নারীরা, তবে এশিয়া অঞ্চলে নিজেদের সামর্থ্যের প্রমাণ ঠিকই দিয়েছে সলমা জাহানারারা। এশিয়া কাপের সর্বশেষ আসরে শক্তিশালী ভারতকে হারিয়ে দেশের ক্রিকেটের ইতিহাসেই প্রথম বহুজাতিক টুর্নামেন্ট শিরোপা এনে দিয়েছে নারী ক্রিকেটাররাই।

চলতি বছর প্রথম বারের মতো আয়োজিত হবে মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। এই বিশ্বকাপে স্বাগতিক দেশ হিসেবে খেলবে বাংলাদেশ। তারপরও নারী দিবসের আইসিরির অফিসিয়াল ফেসবুক পেইজের কাভার ফটোতে স্থান দেওয়া হয়নি বাংলাদেশের কোন নারী ক্রিকেটারের ছবি। তবে শুধু বাংলাদেশ নয় বাদ পড়ার তালিকায় রয়েছে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও আফগানিস্তানকেও এ তালিকায় রাখা হয়নি।

সর্বশেষ সংবাদ

জিএসপি সুবিধা ফিরে পেতে চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক মুক্ত প্রবেশের সুবিধা (জিএসপি) ফিরে পেতে শ্রম অধিকার সংক্রান্ত দেশটির চাহিদা পূরণ করতে হবে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ